চট্টগ্রাম জেলা পুলিশের প্রধান কার্যালয়টি জেলা শহরের প্রান কেন্দ্রে পুর্ব নাসিরাবাদ ২ নম্বার গেইট মোড়ে জয়বাংলা পার্ক এর দক্ষিণ পাশ্বে অবিস্থত। এটি একটি চারতলা দক্ষিণ মূখী পাকা বিল্ডিং যাহা পুলিশ সুপারের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই অফিসের ১ম তলায় রিসিপশন,রিসিভ ডেসপাস শাখা, কন্ট্রোল রুম, গার্ড রুম, জেলা বিশেষ শাখাসহ অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) এর অফিস কক্ষ অবস্থিত।২য় তলায় কনফারেন্স রুম, মিনি কনফারেন্স রুম,পুলিশ সুপারের অফিস কক্ষ,অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ ), অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক),প্রধান সহকরী অফিস কক্ষ অবস্থিত।৩য় তলায়,নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, নামাজ পড়ার কক্ষ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্),অতিরিক্ত পুলিশ সুপার(শিল্পাঞ্চলওডিবি), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ৪ র্থ তলায় আইসিটি ও মিডিয়া শাখা, রিডার শাখা, ডিবি অফিস অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস